logo
logo

প্রধান উপদেষ্টার প্রেস উইং

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবর সত্য নয়

অনলাইন রিপোর্ট

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) কুচকাওয়াজ না হওয়ার যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয় বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

রবিবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে কুচকাওয়াজের স্থান জাতীয় স্টেডিয়াম বলা হলেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ রীতি অনুযায়ী কুর্মিটোলায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে থাকে।

এর আগে একই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।

undefined/news/national/1f002ff4-93cc-6200-b6f7-1c08a4dc926b


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.